English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ১১:৫৫

বুশের মুখে পলিথিন!

অনলাইন ডেস্ক
বুশের মুখে পলিথিন!
বুশের মুখে পলিথিন-সাদ্দামের মুখে মার্কিন পতাকা

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক সেই মুহূর্তের স্বাক্ষী হয়ে রইলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বহু বিতর্কের জনক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

অনুষ্ঠানে সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট ওবামার ঠিক কাছাকাছি দেখা গেছে সাবেক এই প্রেসিডেন্টকে। অনুষ্ঠান স্থলে গুড়িগুড়ি বৃষ্টির কারণে অনেক অতিথি পলিথিন দিয়ে নিজেদের শরীর ডেকে রাখার চেষ্টার করেন। তবে বৃষ্টি থেমে গেলেও বুশের পেছনে বসা একজন মার্কিন উর্ধ্বতন ব্যক্তি বুশের মুখ পলিথিন দিয়ে ডেকে দেন। এসময় বুশকে মুচকি হাসি দিতে দেখা গেছে। যদিও বিষয়টিকে মোটেও হালকা ভাবে দেখছেন না বুশের সমর্থকরা। 

মুহূর্তেই এই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বুশের সমর্থকরা এটাকে অপমান হিসেবে দেখছেন। তাদের মতে এতো বড় অনুষ্ঠানে একজন প্রেসিডেন্টে মুখে এভাবে পলিথিন মুড়িয়ে দেয়া ন্যাক্কার জনক ঘটনা। ইরাক যুদ্ধের পর সাদ্দামের মুর্তির মুখে এভাবে মার্কিন পতাকা দিয়ে মুড়িয়ে দিয়ে ছিলো মার্কিন সেনারা। সে অপমানের প্রতিশোধের অংশ হিসেবেই সাদ্দামের সমর্থক ও ইরাক যুদ্ধে বিরোধীতাকারী মার্কিন কর্মকর্তা এই পলিথিন বুশকে সেদিকেই ইঙ্গিত করছেন।

তবে বিষয়টিকে অনেকেই রসিকাতা হিসেবে নিয়েছেন। পেছনের ব্যক্তির সঙ্গে সাবেক প্রেসিডেন্টের অত্যন্ত ঘনিষ্ঠতারই প্রমাণ মেলে এই ছবিগুলো। তারা দুজনেই তখন হাসছিলেন।