English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৭ ১২:৪৮

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: শপথের মধ্যদিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ হোয়াইট হাউজে প্রবেশ করতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্টকে বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত ওয়াশিংটন ডিসি।

স্থানীয় সময় আজ বিকাল ৫টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ অনুষ্ঠানের তদারকি করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন ডোনাল্ড ট্রাম্প৷ 

উপস্থিত থাকবেন ট্রাম্পের পরিবার, বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনসহ আরো বহু গণ্যমান্য ব্যক্তি৷ মূল অনুষ্ঠানটি হবে হোয়াইট হাউসে৷

উল্লেখ্য, ৯লাখ মানুষের উপস্থিতে তিনটি উদ্বোধনী বল পার্টি হবে৷ এর মধ্যে দুটি বল পার্টি অনুষ্ঠিত হবে ওয়াল্টার ই. ওয়াশিংটন কনভেনশন সেন্টারে এবং অন্যটি অনুষ্ঠিত হবে ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামে। প্রেসিডেন্টের শপথ গ্রহণ উপলক্ষ্যে শহরজুড়ে বেশ কয়েকটি আধাসরকারি ও বেসরকারি বল পার্টি অনুষ্ঠিত হবে।