English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৭ ২২:২২

ইরানে বহুতল ভবন ধসে নিহত ৩০

অনলাইন ডেস্ক
ইরানে বহুতল ভবন ধসে নিহত ৩০
ধসে পড়া ভবনের অংশ বিশেষ সরাচ্ছে দমকলকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ১৭ তলাবিশিষ্ট একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে ভবনটি ধসে পড়েছে। এই ঘটনায় উদ্ধার কাজে নিয়োজিত অন্তত ৩০ জন অগ্নিনির্বাপন কর্মী নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা করছে। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ভয়াবহতা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ৫০ বছর পুরনো ১৭ তলা ওই ভবনটি এমনভাবে ধসে পড়ে যা একেবারে চলচ্চিত্রের দৃশ্যের মতোই। ভবন ধসের আগেই সবাইকে সেখান থেকে বের করে আনা হয়।

তেহরানের মেয়র মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ধ্বংসস্তুপের মধ্যে আটকা পড়াদের উদ্ধারে দমকলকর্মীরা চেষ্টা করে যাচ্ছেন।