English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ১৯:০৯

যৌন হামলার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
যৌন হামলার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে নারী যৌন হামলার অভিযোগ তুলেছিলেন তিনি এখন ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন।

সাবেক অ্যাপ্রেন্টিস তারকা সামার জার্ভোস অভিযোগ করেছিলেন, মি. ট্রাম্প ২০০৭ সালে তার সাথে জোরপূর্বক যৌন সম্পর্কের চেষ্টা করেন। অ্যাপ্রেন্টিস নামের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠানটিতে বিচারক ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

মামলায় ট্রাম্পকে একজন 'মিথ্যাবাদী এবং পুরুষতান্ত্রিক" হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান মিস জার্ভোস। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাত্র তিনদিন আগে এই খবরটি আসলো।

নির্বাচনী প্রচারণার সময় তার বিরুদ্ধে বেশ কিছু যৌন অসদাচরণের অভিযোগ আসে। যার সবগুলোই অস্বীকার করেছেন ট্রাম্প। সেসময় তিনি এসব অভিযোগকে "মিথ্যা এবং হাস্যকর" হিসেবে বর্ণনা করেন এবং অভিযোগকারীদের "অসুস্থ" দাবী করে বলেন তারা "খ্যাতি, অর্থ এবং রাজনীতির কারণে এমনটা করছে"।

"ট্রাম্প যেহেতু আমার অনুরোধ অনুযায়ী তার কথা প্রত্যাহার করেননি, সেকারণে আমার মর্যাদা পুনরুদ্ধারের জন্য তার বিরুদ্ধে মামলা করা ছাড়া আর কোন উপায় নেই" লস অ্যাঞ্জেলসে সাংবাদিকদের বলেন মিস জার্ভোস। এসময় তার সাথে ছিলেন তার আইনজীবী গ্লোরিয়া অলরেড, যিনি ডেমোক্র্যাটিক পার্টির একজন কর্মী। তিনি বলেন, অভিযোগকারীর বক্তব্য মিথ্যা শনাক্তকরণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে এবং সেখানে এসব অভিযোগ সত্য বলে দেখা গেছে।খবর:বিবিসি।