English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ১৪:৪০

মালয়েশিয়ার বিমানটি খুঁজে পাওয়ার আশা শেষ

অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার বিমানটি খুঁজে পাওয়ার আশা শেষ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ান এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া বিমানটিকে আপাতত খুঁজে পাওয়ার সম্ভাবনা ছেড়ে দিয়েছেন তদন্তকারীরা।

অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং চীনের তরফ থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত মহাসাগরে এক লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা তল্লাশি করার পরেও নিখোঁজ সে বিমানটির কোন ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। সেজন্য 'অত্যন্ত দু:খের' সাথে তল্লাশি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে নিখোঁজ বিমানটির যাত্রীদের স্বজনরা এ সিদ্ধান্তকে 'দায়িত্বজ্ঞানহীন' হিসেবে বর্ণনা করে বলেছেন এ সিদ্ধান্ত পুন:বিবেচনা করা উচিত।

২০১৪ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাবার পথে নিখোঁজ হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি। সে বিমানটিতে ২৩৯ জন যাত্রী ছিল।

এ পর্যন্ত ২০টি টুকরো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে যার মধ্যে সাতটি টুকরোকে নিখোঁজ বিমানের বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়েছে বিমানটি ঠিক কোথায় হারিয়ে যেতে পারে সে সম্পর্কে কোন তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কোন এক সময়ে এ ব্যাপারে তথ্য পাবার আশা করছেন তদন্তকারীরা।খবরঃবিবিসি।