English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৭ ১৯:৫৩

তুরস্কের কার্গো বিমান বিধ্বস্ত নিহত ৩২

নিজস্ব প্রতিবেদক
তুরস্কের কার্গো বিমান বিধ্বস্ত নিহত ৩২

ঢাকা: কিরগিজস্তানে তুরস্কের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ জানুয়ারি) রাজধানী বিশকেকের নিকটবর্তী মানাস বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটেছে। 

কিরগিজ সরকার জানিয়েছে, বোয়িং ৭৪৭ বিমানটি বিশকেক থেকে ২৫ কিলোমিটার দূরে মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামের কয়েকটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এতে ওই গ্রামের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। বাকীরা সবাই বিমানটির আরোহী।

ঘন কুঁয়াশার মধ্যে অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কিরগিজস্তানের কর্মকর্তারা।

উদ্ধারকারীরা বিমানটির এক পাইলট ও ১৫ জন স্থানীয় বাসিন্দার লাশ উদ্ধার করেছেন বলে জানিয়েছে কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।