English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৭ ২০:০৯

ট্রাম্পের প্রতি বন্দী বিনিময়ের আহ্বান জানিয়েছে তালিবানরা

অনলাইন ডেস্ক
ট্রাম্পের প্রতি বন্দী বিনিময়ের আহ্বান জানিয়েছে তালিবানরা

ঢাকা : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বন্দী বিনিময়ের আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবানরা। আমেরিকা ও অস্ট্রেলিয়ার দুই জিম্মির ভিডিও প্রকাশ করে ট্রাম্পের প্রতি তারা এই আহ্বান জানায়।

অপহৃত মার্কিন নাগরিক কেভিন কিং এবং অস্ট্রেলিয়ার টিমোথি উইকস আফগানিস্তানেরে কাবুলে আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। গতবছরের  আগস্টে তাদের অপহরণ করা হয়।

অপহৃত হওয়ার পরপরই মার্কিন বাহিনী তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় বলে পেন্টাগন জানায়। ওই ভিডিওটি গত পয়লা জানুয়ারি তারিখে ধারণ করা হয় এবং অনলাইনে পোস্ট করা হয়।

তাদেরকে ‘বেশ ভালো অবস্থায় রাখা হয়েছে’ বলে ভিডিওতে জানানো হয়। কিন্তু তালিবানরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রতি বন্দী বিনিময় প্রস্তাবের দাবি জানিয়েছে। তা না হলে তাদের হত্যার হুমকি দেয় তালেবানরা।

মার্কিন পররাষ্ট্র দফতর এই ভিডিওর বিষয়ে কিংবা এর বিশ্বাসযোগ্যতার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। আর অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে অপহৃত ব্যক্তির মুক্তির ব্যাপারে তারা অন্যান্য সরকারের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে।