English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ২৩:২৮

কষ্টের ভিডিও ছড়ানোয় বিএসএফ জওয়ানের শাস্তি

নিজস্ব প্রতিবেদক
কষ্টের ভিডিও ছড়ানোয় বিএসএফ জওয়ানের শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সীমান্তরক্ষীদের কেমন পরিস্থিতি, তাদের কেমন খাবার দেওয়া হয়, সেই নিয়ে সদ্যই একটি ভিডিও প্রকাশ করেছিলেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। তার প্রকাশিত ভিডিওতে তোলপাড় পড়ে গেছে।

সম্প্রতি তিনি আবার অভিযোগ করলেন যে, তার ভিডিও প্রকাশের পরেই তাকে সীমান্তরক্ষীর কাজ থেকে সরিয়ে কল মিস্ত্রির কাজে বহাল করা হয়েছে! তিনি আরও অভিযোগ করেন যে, ভিডিওটি সরিয়ে নেওয়ার জন্য তার সিনিয়ররা তাকে চাপও দিয়েছিলেন।

প্রসঙ্গত, বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। সীমান্তে সেনাদের কেমন খাবার দেওয়া হয়, তাই ভিডিওতে দেখিয়েছেন তিনি। আর তাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

তিনি দাবি করেছেন যে, বর্ডারে সেনাদের খুব খারাপ এবং পরিমাণেও খুব অল্প খাবার দেওয়া হয়। সূত্র: জি নিউজ