English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০১৭ ১০:০৪

‘বর্ণবাদই যুক্তরাষ্ট্রের বড় সমস্যা’

অনলাইন ডেস্ক
‘বর্ণবাদই যুক্তরাষ্ট্রের বড় সমস্যা’

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তার বিদায়ী ভাষণে জাতির উদ্দেশে ‘গুডবাই’ বলেছেন। সেই সঙ্গে বর্ণবাদকে যুক্তরাষ্ট্রে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ও বাংলাদেশ সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে বিদায়ী ভাষণে তিনি এ দাবি করেন।

যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক বেশি শক্তিশালি দাবি করে বিদায়ী ভাষণে ওবামা বলেন, বর্ণবাদ যুক্তরাষ্ট্রের জন্য এখনও বড় সমস্যা। তারপরও বিভিন্ন জাতিগোষ্ঠি (অভিবাসী) যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে।

ভাষণে তিনি জাতিকে ‘গুডবাই’ বলেছেন। তার মানে এই নয় যে অগ্রগতির পরিবর্তন থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। যেখানেই থাকবেন দেশের উন্নয়নে এবং ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন সদ্যবিদয়ী ৫৫ বছর বয়সী প্রথম এ মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

আট বছর শাসনামলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার, কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন ওবামা।

টানা আট বছর দায়িত্ব পালনের পর আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বারাক ওবামা। 

প্রচণ্ড শীত উপেক্ষা করে বিদায়ী প্রেসিডেন্টের ভাষণ শুনতে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছেন। ওবামার একনিষ্ঠ ভক্তরা আগে থেকেই প্রচণ্ড শীত উপেক্ষা করেও টিকিট সংগ্রহ করেছেন।   শিকাগো শহর থেকেই ওবামা ২০০৮ এবং ২০১২ সালের নির্বাচনে জয় ঘোষণা করেছিলেন। আজ সেখানেই তিনি বিদায়ী ভাষণ দিচ্ছেন। এসময় ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনও উপস্থিত হয়েছেন।