English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৭ ২১:৫৭

ইসরায়েলি সৈন্যদের ওপর ট্রাক-হামলা, নিহত ৪

অনলাইন ডেস্ক
ইসরায়েলি সৈন্যদের ওপর ট্রাক-হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পুলিশ বলছে, জেরুসালেমে এক দল সৈন্যের ওপর একটি ট্রাক উঠিয়ে দেবার ঘটনায় অন্তত চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্রগুলো বলছে, নিহতরা সবাই সৈন্য এবং তাদের বয়স ২০-এর কোঠায়।

ঘটনাটিকে একটি সন্ত্রাসী আক্রমণ বলেই সন্দেহ করছে পুলিশ। ট্রাকটির চালককে হত্যা করা হয়েছে । আক্রান্ত সেনাদলের কয়েকজন সদস্যই তাকে গুলি করে হত্যা করে।

এক বলা হচ্ছে সে জেরুসালেমেরই একটি আরব এলাকার বাসিন্দা ছিল তবে তার বিস্তারিত নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয় নি।

জেরুসালেমের পুরো শহরের কাছে একটি রাস্তায় একদল ইসরায়েলি সৈন্য একটি বাস থেকে নামার সময় চলন্ত ট্রাক দিয়ে আক্রমণটি চালানো হয়। রেডিওর খবরে বলা হয়, রাস্তার ওপর অনেক দেহ পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশের এক মুখপাত্র স্থানীয় রেডিও স্টেশনকে জানান, এটি ট্রাক দিয়ে চালানো একটা সন্ত্রাসী হামলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা যায়, ট্রাকটির সামনের উইন্ডস্ত্রিনে বুলেটের আঘাতে বেশ কিছু ফুটো তৈরি হয়েছে।

গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি হামাস গোষ্ঠী এ আক্রমণকে একটি 'বীরোচিত কাজ' বলে প্রশংসা করেছে। একজন হামাস মুখপাত্র এ ঘটনার পর ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামকে তীব্র করারও আহ্বান জানান।

গত ১৫ মাসে ইসরায়েলিদের ওপর বেশ কিছু ফিলিস্তিনি আক্রমণের ঘটনা ঘটেছে - যার বেশির ভাগই ছুরি বা আগ্নেয়াস্ত্র দিয়ে চালানো, তবে কয়েকটিতে যানবাহনও ব্যবহৃত হয়। এসব আক্রমণে ৩৫ জন ইসরায়েলি নিহত হয়।

ফিলিস্তিনি নেতৃত্ব বলছে, কয়েক দশকব্যাপি ইসরায়েলি দখলদারিজনিত হতাশাই এসব আক্রমণের পেছনে কাজ করছে। কয়েকদিন আগে জার্মানির বার্লিন শহরে ট্রাক দিয়ে চালানো এমনই একটি আক্রমণে ১২ জন নিহত হয়। তারও আগে জুলাই মাসে ফ্রান্সের নিস শহরে এক ট্রাক হামলায় ৮৬ জন নিহত এবং ৪ শতাধিক আহত হয়।