English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৭ ২২:২৬

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৫০

অনলাইন ডেস্ক
ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৫০

নিউজ ডেস্ক : ব্রাজিলের মানস শহরের একটি কারাগারে রক্তাক্ত দাঙ্গায় অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা গ্লোবো টিভি নেটওয়ার্ককে এ তথ্য জানিয়েছেন। 

ওই রাজ্যের নিরাপত্তা প্রধান সার্জিও ফনটেস বলেছেন, কারাগারের ভেতরে মাদক চোরাকাররি প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপের মধ্যে রোববার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। কারাগারের ভেতরের এ সংঘর্ষে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

রাজ্যের নিরাপত্তা অফিস বার্তাসংস্থা এপিকে জানিয়েছে, আনিসিও জোবিন কারাগার ভবনের বন্দীদের দাঙ্গা সোমবার সকালে নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

অফিসের এক মুখপাত্র কয়েক ডজন বন্দীর প্রাণহানির তথ্য জানালেও হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি।

ব্রাজিলের জনাকীর্ণ কারাগারগুলোতে প্রায়ই দাঙ্গা ছড়িয়ে পড়ে। এর আগে গত অক্টোবরে দেশটির অপর একটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে। তবে সর্বশেষ এই দাঙ্গা কী কারণে ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। 

উল্লেখ্য, কারাগারে সর্বাধিক সংখ্যক বন্দীর হিসেবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পরই ব্রাজিলের (চতুর্থ) অবস্থান।