English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৭ ১৩:২৩

মুম্বাইয়ে ১০০ কোটি মূল্যের সম্পত্তি আছে জাকির নায়েকের!‌

নিজস্ব প্রতিবেদক
মুম্বাইয়ে ১০০ কোটি মূল্যের সম্পত্তি আছে জাকির নায়েকের!‌

নিউজ ডেস্ক : মহারাষ্ট্রে কমপক্ষে ৩৭টি সম্পত্তির মালিক আলোচিত-সমালোচিত ইসলাম ধর্ম প্রচারক জাকির নাইক। ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ–র তদন্তে সামনে এল এই নতুন তথ্য।

জানা গিয়েছে, অলাভজনক সংস্থা ‘‌ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’‌ ছাড়াও মহারাষ্ট্রে কমপক্ষে ৩৭টি সম্পত্তি রয়েছে জাকিরের। যার মধ্যে শুধু মুম্বাইতেই ২৫টি ফ্ল্যাট রয়েছে। যার বাজার মূল্য ১০০ কোটি ছাড়িয়ে যাবে। 

আইআরএফ ছাড়াও, মুম্বইয়ে জাকিরের বিভিন্ন দপ্তরে হানা দিয়ে ধর্ম সংক্রান্ত তাঁর বক্তৃতার প্রায় ১৪,০০০ রেকর্ডিং উদ্ধার করেছে এনআইএ। যাতে প্রায় ৫,০০০ টেরাবাইট ডেটা রয়েছে। সেগুলি নিয়ে বিশদ আলোচনার জন্য গত বৃহস্পতিবার মুম্বাই পুলিশের সঙ্গে দেখা করেন গোয়েন্দা সংস্থার প্রধান শরদ কুমার ও অন্য আধিকারিকরা। 

ইসলাম ধর্ম প্রচারক বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা সারেন তাঁরা। বেআইনি কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে কিছুদিন আগেই আইআরএফ–কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

সম্প্রতি জাকিরের বিরুদ্ধে সংস্থার বিদেশি অনুদানের টাকা তছরুপের মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এ ব্যাপারে এখনও কোনও মন্তব্য করেননি তিনি। 

গত বছর ঢাকার গুলশন হামলার পর তাঁর বিরুদ্ধে নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে। তারপর থেকেই দেশছাড়া তিনি।