English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ১২:০৯

মেয়ের মৃত্যু শোকে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মেয়ের মৃত্যু শোকে মায়ের মৃত্যু

মার্কিন মুলুকে যেন শোকের মিছিল চলছে। অভিনেত্রী ক্যারি ফিশারের মৃত্যুর খবরের রেশ এখনো বিশ্বব্যাপী শেষ হয়নি। এরইমধ্যে নতুন দুঃসংবাদ ক্যারির মা অভিনেত্রী ডেবি রেইনল্ডসও চলে গেছেন পরপাড়ে। শোক কাটিয়ে উঠতে না পেরে ৮৪ বছর বছরে স্ট্রোকে মারা গেলেন এই প্রবীণ অভিনেত্রী। খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে। 

গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে তিনি নেয়া হয়েছিল, বুধবার সেখানেই তার মৃত্যু হয়। ১৯৫২ সালে অভিনয়ের মধ্যদিয়ে হলিউড আলোচনায় জায়গা করে নেন এ জনপ্রিয় অভিনেত্রী।   তার মৃত্যুর একদিন আগে, অর্থাৎ সোমবার ‘স্টার ওয়ারস’ খ্যাত অভিনেত্রী ক্যারি ফিশার মারা যান। স্টার ওয়ারস সিরিজে প্রিন্সেস লিয়ার ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান ক্যারি ফিশার। তিনি মূলত মুভি সিরিজটিতে প্রিন্সেস লিয়া চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। মৃত্যুর সময় ক্যারি ফিশারের বয়স হয়েছিল ৬০ বছর।   মেয়ে ক্যারি ফিশারের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি ডেবি রেইনল্ডসের।   ডেবির ছেলে টুড ফিশার বলেন, ‘ক্যারির সঙ্গী হলেন মা। আমরা খুবই ব্যথিত’। তিনি আরো বলেন, ‘বোন ক্যারির মৃত্যুর খবর মেনে নিতে পারেন নি মা। এজন্য তিনিও চলে গেলেন।’ খবর বিবিসি