English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ১১:২৭

তীব্র ভূমিকম্পে আবারো কেঁপে উঠল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
তীব্র ভূমিকম্পে আবারো কেঁপে উঠল নিউজিল্যান্ড

শক্তিশালী ভূমিকম্পে আবারো কেঁপে উঠল নিউজিল্যান্ড। দেশটির কায়কোরা শহরের কাছে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ওই একই এলাকায় গত নভেম্বরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। 

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে দক্ষিণ দ্বীপের সেডডোন শহর থেকে ৩০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। জিএনএস জানিয়েছে, ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার। 

তীব্র ওই ভূমিকম্পের পর আরো বেশ কয়েকটি নিম্নমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৮ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। 

উত্তরাঞ্চলীয় ওয়েলিংটন দ্বীপে এবং ক্রিসটচার্চ এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।