English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১৬:৩৩

যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌঘাঁটিতে জাপানি প্রধানমন্ত্রী শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌঘাঁটিতে জাপানি প্রধানমন্ত্রী শ্রদ্ধা
যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌঘাঁটিতে জাপানি প্রধানমন্ত্রী শ্রদ্ধা

জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে ৭৫ বছর আগে যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌঘাঁটিতে জাপানের বিমান হামলায় হতাহতদের প্রতি 'আন্তরিক ও চিরস্থায়ী' সমবেদনা জানিয়েছেন।

হাওয়াই দ্বীপপুঞ্জে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জাপানের প্রধানমন্ত্রী।

পরে মার্কিন নৌঘাঁটিতে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় আবে জানান, নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে গিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। সেখানে দেয়া বক্তব্যে আবে আরও বলেন, 'যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি যেন আর কখনোই না হয়।'

আবের সফরকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট ওবামা বলেন, 'এটি পুনরায় স্মরণ করিয়ে দেয় যে সবচেয়ে গভীর ক্ষতও কখনও কখনও বন্ধুত্ব ও দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে পারে।'

ওবামা আরও বলেন, 'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই দেশের সম্পর্ক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তির একটি ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে।'

১৯৪১ সালে পার্ল হারবার নৌঘাঁটিতে জাপানের বিমান হামলায় ২৩০০ মার্কিন নৌসেনা নিহত ও সেখানে থাকা আটটি যুদ্ধজাহাজের সবকটি ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার প্রতিক্রিয়া হিসেবে সরাসরি যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র।

ওই হামলার পর এবারই প্রথম এ দুটি দেশের নেতারা একসঙ্গে পার্ল হারবার পরিদর্শন করলেন। সেখানে নিহতদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেয়ার পর নিজের বক্তব্যে আবে যুক্তরাষ্ট্রকে তাদের সহ্যশক্তির জন্য ধন্যবাদ জানান।

এর আগে এ ধরনের এক সফরে চলতি বছরের প্রথম দিকে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা শহর পরিদর্শন করেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মানব ইতিহাসের প্রথম আণবিক হামলা চালিয়েছিল এই হিরোশিমাতেই।