English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:৫৬

অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন যুদ্ধবিমান বানাল চীন

অনলাইন ডেস্ক
অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন যুদ্ধবিমান বানাল চীন

নিউজ ডেস্ক :‌ অত্যাধুনিক প্রযুক্তির চালকবিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষামূলক উড্ডায়ন হয়ে গেল চীনে। মার্কিন যুক্তরাষ্ট্রের এফ ৩৫ বিমানের বদলা হিসেবেই জে-৩১ মডেলের এই বিমানের পরীক্ষা করা হল বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের ধারণা।

সোমবার সংবাদমাধ্যমকে জানানো হলেও, এই বিমানের সফল পরীক্ষা করা হয়েছে শুক্রবার। জানানো হয়েছে, নতুন এই চালকবিহীন বিমানে রয়েছে অত্যাধুনিক বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অজস্র অস্ত্রশস্ত্র। 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ‘‌বিমানের গঠন, ডানা এবং ইঞ্জিনে অনেক উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।’ বিমান তৈরি করেছে চীনেরই একটি সংস্থা। প্রয়োজনে বিদেশেও এই বিমান বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। দাম পড়বে ৪৭৪ কোটি টাকা।‌