English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১৮:১২

পরমাণু বহনে সক্ষম ‘অগ্নি ৫’-এর সফল উৎক্ষেপণ করল ভারত

অনলাইন ডেস্ক
পরমাণু বহনে সক্ষম ‘অগ্নি ৫’-এর সফল উৎক্ষেপণ করল ভারত

ঢাকা : পাকিস্তান, চীন এবং ইউরোপে আঘাতহানতে সক্ষম পরমাণু অস্ত্র বহনেক্ষম সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’-এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। 

সোমবার ওড়িশার কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। ‘অগ্নি’ পরিবারের মধ্যে এই ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে অত্যাধুনিক এবং এর মারণ ক্ষমতা অনেক বেশি।

ডিরআরডিও সূত্রে খবর, এত দিন পর্যন্ত ভারতের অস্ত্র ভাণ্ডারে এই পরিবারের যে সব ক্ষেপণাস্ত্র ছিল, তা সবই মাঝারি দূরপাল্লার। অগ্নি-৫-এর লক্ষ্যমাত্রা কিন্তু ৫৫০০-৫৮০০ কিলোমিটার। 

শুধু তাই নয়, ১৭ ফুট দৈর্ঘ্যবিশিষ্ট এবং ৫০ টনের এই ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কেজি ওয়ারহেড বহন করতে পারে। এর আয়ত্তের মধ্যে রয়েছে পাকিস্তান, চীন এবং ইউরোপ। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর)-এর সদস্য হওয়ার পর ভারত এই প্রথম দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল।

২০১২, ২০১৩ এবং ২০১৫-এও এই ক্ষেপণাস্ত্রের তিনবার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল।