English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ০৯:৫৭

ব্রিটিশ পপ সঙ্গীত তারকা জর্জ মাইকেল মারা গেছেন

অনলাইন ডেস্ক
ব্রিটিশ পপ সঙ্গীত তারকা জর্জ মাইকেল মারা গেছেন
ব্রিটিশ পপ সঙ্গীত তারকা জর্জ মাইকেল

ঢাকা: ব্রিটিশ পপ সঙ্গীত তারকা জর্জ মাইকেল মারা গেছেন। ৫৩ বছর বয়সী এই তারকা রবিবার ইংল্যান্ডে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

স্থানীয় সময় রবিবার রাত ১১টার দিকে তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘অতি দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের প্রিয় পুত্র, ভাই এবং বন্ধু জর্জ ক্রিস্টমাসের দিনে শান্তিতে ওপারে পৌঁছেছেন। তার পরিবার গভীর শোকের মধ্যে কাটাচ্ছে। তাই আপাতত এ নিয়ে আর কোন মন্তব্য করা হবে না।

তবে পুলিশের ধারণা স্বাভাবিক মৃত্যুই হয়েছে জর্জের। ২০১১ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। এরপর ভিয়েনা হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে তখন থেকেই তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছিল।

গান গাওয়ার পাশাপাশি জর্জ মাইকেল ছিলেন সুরকার এবং গীতিকারও। আশির দশকে দারুণ খ্যাতি অর্জন করেন তিনি। তার প্রথম একক আ্যালবাম ফেইথ সারা বিশ্বে ২০ মিলিয়নের অধিক কপি বিক্রি হয়। 

আর ২০১০ সাল পর্যন্ত সারাবিশ্বে তার আ্যালবাম বিক্রি হয়েছে ১০০ মিলিয়নেরও বেশি। ১৯৮০ এর মধ্য দশকে তার গাওয়া হোয়াম এখন পর্যন্ত অন্যতম সেরা পপ সঙ্গীত। এছাড়া ‘ওয়াক আপ মি বিফোর ইউ গো-গো’ ও কেয়ারলেস হুইচপার তার বিখ্যাত গান। তবে ১৯৮৬ সালে তা ভেঙে গেলে একক ক্যারিয়ার গড়ে তোলেন এ কিংবদন্তী। 

বিলবোর্ড সর্বকালের সেরা ১০০ গায়কের তালিকায় বিশ্বের ৪০তম সবচেয়ে সফল শিল্পী জর্জ। ৩০ বছরের সঙ্গীত জীবনে অনেক পদকই পান তিনি। এর মধ্যে ৮ বার গ্রামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়ে দুইবার এ পদক জেতেন তিনি।

তার সাবেক হোয়াম ব্যান্ডমেট অ্যান্ড্রে রিডগেলে বলেন, প্রিয়বন্ধুকে হারিয়ে আমার হৃদয় এখন ভগ্ন প্রায়।

প্রসঙ্গত, ১৯৬৩ সালের ২৫ জুন পূর্ব লন্ডনের জর্জিয়াস ক্রিয়াকস পানিওসিতে জন্মগ্রহণ করেন। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথেরও প্রিয় সংগিত শিল্পী ছিলেন।