English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:৪২

চিলিতে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
চিলিতে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

চিলিতে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উৎপত্তিস্থল এলাকার এক হাজার কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এতে চিলির বিভিন্ন সড়কে বড় ধরণের ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে তৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ২২ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের শহর পুয়ের্তো মন্তো’র ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হাতে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

সুনামি সতর্কতা পাওয়ার পর উপকূলবর্তী এলাকার জনসাধারণকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।