English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৬ ০০:৪৮

ইভানকা ট্রাম্প কন্যা ও জামাতাকে গালমন্দ

অনলাইন ডেস্ক
ইভানকা ট্রাম্প কন্যা ও জামাতাকে গালমন্দ

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকে গালমন্দ করায় প্লেন থেকে এক ব্যক্তিকে নামিয়ে দেয়া হয়েছে। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জেটব্লু’র একটি ফ্লাইটে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে টিএমজেড’এর খবরে বলা হয়। বিমানটি ফ্লোরিডায় যাত্রা করার কথা ছিল।

ইভানকে দেখে ওই ব্যক্তি চিল্লিয়ে বলতে থাকে, ‘তোমার বাবা দেশের ক্ষতি করছে। কেন তুমি আমাদের ফ্লাইটে? তোমার ব্যক্তিগত প্লেনে যাওয়া উচিত।’ এ পর্যায়ে বিমানকর্মীরা ওই ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে দেয়। এসময় ওই ব্যক্তি তাদের লক্ষ্য করে বলতে থাকে, আমার মত প্রকাশের জন্যে তোমরা আমাকে বিমান থেকে নামিয়ে দিচ্ছ? 

এসময় তার সাথেই ছিলেন ইভানকা ট্রাম্পের সন্তান এবং তার স্বামী জারেদ কুশনার। তবে ইভানকার ওই ব্যক্তির গালমন্দে কোনো কর্ণপাত করেননি। তিনি এসময় তার বাচ্চাদের দিকে মনোযোগ দিচ্ছিলেন।

এঘটনার পর জেটব্লু এক বিবৃতিতে জানায়, বিমান পরিচালনার সময় কোনো ব্যক্তিকে ঝুঁকি মনে হলে তাকে নামিয়ে দেয়ার বিধি রয়েছে এবং ওই ব্যক্তিকে তাই করা হয়েছে। গালফ নিউজ