English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ০২:৩১

প্রাণনাশের হুমকিতে দেশ ছাড়লেন গায়ক তাহির শাহ

অনলাইন ডেস্ক
প্রাণনাশের হুমকিতে দেশ ছাড়লেন গায়ক তাহির শাহ

প্রাণনাশের হুমকির জেরে পাকিস্তান ছাড়তে বাধ্য হলেন জনপ্রিয় গায়ক তাহির শাহ। অনলাইনে ২০১৩ সাল থেকেই বেশ জনপ্রিয় হয়েছিলেন তাহির। ‘‌আই টু আই’‌ এবং ‘‌অ্যাঞ্জেল’‌ নামের দুটি গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তাহির। 

পরী সেজে অনলাইনে বেশ প্রশংসিত এবং চর্চিত হয়েছেন তিনি। শ্রোতাদের কাছে প্রেমের বাণী প্রচার করতেন তাহির। তাঁর অভিনব পরিবেশনা মন কেড়েছিল দেশ বিদেশের মানুষের। সেই তাহিরকেই নিজের দেশ ছাড়তে হল। 

সম্প্রতি মানুষের প্রতি মানুষের প্রেম প্রচারেই একটি শর্ট ফিল্মে অভিনয় করেন তিনি। সোশ্যাল মিডিয়ায়ও প্রকাশ পায় সিনেমাটি। কিন্তু পাকিস্তানের অনেকেই এই প্রচারকে ভাল চোখে দেখছেন না। ক্রমাগত প্রাণনাশের হুমকি আসতে থাকে তাঁর কাছে। 

তাঁর এজেন্ট জানিয়েছেন, পাকিস্তান প্রশাসনকে বিষয়টি জানানো হলেও নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাঁরা। তাই গত পরশু করাচি ছেড়ে চলে গেছেন তাহির। 

তাঁর ম্যানেজারও জানিয়েছেন করাচিতে নেই গায়ক। কিন্তু কোথায় গেছেন তিনি সেই বিষয়ে কিছুই জানাননি তাঁর এজেন্ট।