English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৬ ১৩:১০

ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হবার শেষ বৈতরণীও পার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল কলেজ ভোটে জয়ী হয়ে নিশ্চিতভাবেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। 

  মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ জানুয়ারির কংগ্রেসের বিশেষ যৌথ অধিবেশনে এই ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে।   জয়ের পর প্রতিক্রিয়ায়  ট্রাম্প জানান, তিনি দেশকে ‘ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করবেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিকের প্রেসিডেন্ট হবেন’। নির্বাচিত হবার পর টুইটারে সমর্থকদের ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প।    নির্বাচনের ছয় সপ্তাহ পর ইলেকটোরাল কলেজ ভোটেও ট্রাম্পের রিপাবলিকান দল জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোট নিশ্চিত করেছে। তবে, তাকে সমর্থন না দেয়ার আহ্বান জানিয়ে ইলেকটরদের বারবার ইমেইল পাঠানো এবং ফোন করা হয়েছিল।দুইজন ইলেকটর ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন।     এদিকে, নিউইয়র্ক টাইমসের এক খবরে জানা যাচ্ছে, ডেমোক্রেট চারজন ইলেকটর হিলারি ক্লিনটনের পরিবর্তে অন্য কাউকে ভোট দিয়েছেন।