English Version
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৬ ১১:২৩

সলোমন দ্বীপপুঞ্জে আবারও ৬.৭ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
সলোমন দ্বীপপুঞ্জে আবারও ৬.৭ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জে মঙ্গলবার আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে। 

অস্ট্রেলিয়ার উত্তরে দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এটি দ্বিতীয় কম্পন।    প্রশান্ত মহাসাগরীয় সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল কিরার ১২০ কিলোমিটার উত্তরপশ্চিমে ও ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের কারণে কোন সুনামি সতর্কতা জারি করেনি কেন্দ্রটি।    এর আগে সলোমন দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়। ঐ সময় সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। খবর: স্টার অনলাইন।