English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৬ ১১:৫৯

৩৯ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক প্লেন বিধ্বস্ত

অনলাইন ডেস্ক
৩৯ আরোহী নিয়ে রাশিয়ার সামরিক প্লেন বিধ্বস্ত

৩৯ আরোহী নিয়ে রাশিয়ার একটি সামরিক প্লেন সাইবেরিয়ায় বিধ্বস্তের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দুর্ঘটনায় ৫ জন বেঁচে যাওয়ার খবরও জানা গেছে।

তবে বাকিদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে প্রাথমিক কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইলিউশিন আইএল-১৮ নামে একটি এয়ারক্রাফট ইয়েকাতেরিনবার্গ শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। সাখা প্রজাতন্ত্রের সরকার সংবাদমাধ্যম রিয়া নভোস্তির কাছে এ খবর নিশ্চিত করেছে। তবে বিধ্বস্ত হওয়ার পর কী হয়েছে, তা বিস্তারিত জানায়নি। নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বিমানটি তিন টুকরো হয়ে গেলেও বিস্ফোরিত হয়নি।