English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৬ ১১:৪৮

জর্ডানে জিম্মি সঙ্কট: পুলিশসহ ১০ জন নিহত

অনলাইন ডেস্ক
জর্ডানে জিম্মি সঙ্কট: পুলিশসহ ১০ জন নিহত

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের রাজধানী আম্মান থেকে ১২০ কিলোমিটারের দূরের এক শহরে জিম্মির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীদের গুলিতে মারা গেছেন ১০ জন। এদের মধ্যে সাতজন পুলিশ, একজন কানাডার পর্যটক ও দুজন স্থানীয় সাধারণ নাগরিক। জর্ডানের পুলিশ বলছে, হামলাকারীরা সংখ্যায় চারজন ছিলো। তারা কয়েকজন নাগরিককে জিম্মি করে। পরে নাগরিকদের বাঁচানোর জন্য পুলিশ অভিযান চালালে হামলাকারীদের সঙ্গে গোলাগুলি লেগে যায়। এ ঘটনায় যে সাতজন পুলিশ মারা গেছেন, তারা অভিযান চালাতেই সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। পুলিশের হামলায় হামলাকারী চারজনেরও মৃত্যু হয়েছে। এই জিম্মি ঘটনায় কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী ছিলো বলে জানা গেছে। এ দিকে কানাডা সরকারের পক্ষ থেকে তাদের একজন নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আরেকজন কানাডীয় আহত হয়েছেন। জর্ডানের পুলিশ এ ঘটনার সঙ্গে এখনো কোনো গোষ্ঠির জড়িত থাকার খবর নিশ্চিত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, এটি কোনো আন্তর্জাতিক উগ্রবাদী সংস্থার কাজ। যদিও এখনো কোনো গোষ্ঠি এ ঘটনার দায় স্বীকার করে কোনো রকম বিবৃতি দেয়নি।