English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ১৫:২৮

তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

অনলাইন ডেস্ক
তুরস্কে গাড়িবোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

তুরস্কের কায়সারিতে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। 

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, একটি বাসে করে সেনারা স্থানীয় বাজারে যাচ্ছিল। বিস্ফোরণে ঘটনায় বেসামরিকও আহত হয়েছেন। এক সপ্তাহ আগে বোমা হামলায় ৪৪ জন নিহত হওয়ার পর এই ঘটনা ঘটল। ২০১৬ সালে কুর্দিশ বাহিনী ও জিহাদিরা তুরস্কে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।     তুরস্কের সহকারী প্রধানমন্ত্রী ভেইসি কায়নাক বলেছেন, কায়সারিতে চালানো হামলা ইস্তাম্বুলের হামলার মতোই।