English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ১১:৩৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হ্যাকিং : রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ওবামার!

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নির্বাচনে হ্যাকিং : রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ওবামার!

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির এনপিআর রেডিও স্টেশনের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। খবর বিবিসির।

রাশিয়া বিরুদ্ধে ওবামার সাইবার হামলার অভিযোগ পুরানো। রিপাবলিকান পার্টির প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির নেতা কর্মীরা নির্বাচনের আগ থেকে এই অভিযোগ করে আসছে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে। তাছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ডেমোক্রেটিক পার্টির এই অভিযোগ হাস্যকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে নির্বাচনে রাশিয়া যে হ্যাকিং করেছে তার প্রমাণ তাদের কাছে আছে। বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র বলেন, সাইবার হামলার পেছনে ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে জড়িত।

ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যদি রাশিয়া কিংবা অন্যকোনো শক্তি হ্যাকিং করে থাকে তবে হোয়াইট হাউজ এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করছে কেন? আর তারা কেন এই অভিযোগ হিলারি হেরে যাবার পর করছে?