English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ২৩:৪৭

'জশ আর্নেস্ট একজন বোকা লোক'

অনলাইন ডেস্ক
'জশ আর্নেস্ট একজন বোকা লোক'

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সচিব জশ আর্নেস্টকে একজন আস্ত ‘‌বোকা লোক’‌ বলে মন্তব্য করেছেন।‌

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় রিপাবলিকানদের একটি সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের জন্য একজন যোগ্য প্রেস সচিব থাকা খুব জরুরী। কারণ এখন যিনি আছেন, তিনি ঠিকমত কথাই বলতে পারেন না। তিনি ইতিবাচক মন্তব্য করলেও খারাপ শোনায়।

ট্রাম্পের এই ক্ষোভের কারণ হল, গত বুধবার জশ আর্নেস্ট অভিযোগ তুলেছিলেন, রাশিয়া যে ডেমোক্র্যাটদের ই-মেইল হ্যাক করে অনধিকার প্রবেশ এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করছিল, তা ডোনাল্ড ট্রাম্প নিজেও জানতেন। কিন্তু তিনি নিজের স্বার্থের কথা ভেবে মুখ খোলেননি।

প্রেস সচিবের এমন কথায় ট্রাম্পের পাল্টা জবাব, 'উনি হয়তো অন্য কারো নির্দেশে এসব বলছেন। তবে আর্নেস্টও চুপ করে বসে থাকার পাত্র নন। জবাবে তিনি বললেন, আমি কোন বিতর্ক উসকে দিইনি। তর্ক করতেও চাই না, যেটা সত্যি, তাই বলেছি।