English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০৯:৪১

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলায় পাকিস্তান-সৌদি ‘জড়িত’

অনলাইন ডেস্ক
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলায় পাকিস্তান-সৌদি ‘জড়িত’

গত অক্টোবরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িত রোহিঙ্গা মুসলিমের একটি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরব এবং পাকিস্তানের সম্পর্ক রয়েছে। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

৯ অক্টোবরের ওই সমন্বিত হামলায় নয় পুলিশ সদস্য নিহত হয়। এদিকে হারাকাহ আল-ইয়াকিন নামের একটি সংগঠন অক্টোবরের ওই হামলার দায় স্বীকার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। অপরদিকে, ব্রাসেলস ভিত্তিক সংস্থা আইসিজি জানিয়েছে, তারা হারাকাহ সংগঠনের চারজন সদস্যের কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছেন। এদের মধ্যে দু’জন হলেন রাখাইন রাজ্যের এবং দু’জন হলেন মিয়ানমারের বাইরের।  

হারাকাহ আল-ইয়াকিন সংগঠনের প্রধান আতা উল্লাহ পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। সামাজিক মাধ্যমে অক্টোবরের ওই হামলার নয়টি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তার বাবা একজন রোহিঙ্গা মুসলিম ছিলেন। ছোটবেলায় তিনি বাবার সঙ্গে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পাড়ি জমান। 

এরপর তিনি পাকিস্তান বা অন্য কোথাও জঙ্গি হামলার প্রশিক্ষণ নিয়েছেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি। সৌদি আরব থেকে রাখাইন রাজ্যের হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া ২০ রোহিঙ্গা মুসলিমের মধ্যে একজন হলেন আতা উল্লাহ। 

এদিকে ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে অভিযান শুরু করে সেনাবাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সেনাবাহিনীর অভিযানে ৮৬ রোহিঙ্গা মুসলিম প্রাণ হারিয়েছে। জাতিসংঘ বলছে, আনুমানিক রাখাইন রাজ্য থেকে ২৭ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে।