English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০৯:২৭

‘২৫ বছরের পর ইসরাইল আর থাকবে না’

অনলাইন ডেস্ক
‘২৫ বছরের পর ইসরাইল আর থাকবে না’

ইসরাইল নামক কোন দেশের অস্তিত্ব আগামী ২৫ বছরের মধ্যে আর থাকবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সম্প্রতি আয়াতুল্লাহ আল খামেনি মুসলিমদের জেরুজালেম দখলে ‘প্রতিরোধ ও যুদ্ধ’ করার আহ্বান জানান। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘অন্য কোনো সমাধান নেই। ইরান ফিলিস্তিনিদের মুসলিম বিশ্বের অগ্রাধিকার বিবেচনা করে থাকে।’

খামেনি আরো লিখেছেন, ‘আমি এর আগেও বলেছি, যদি মুসলমান ও ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ হয় এবং সবাই মিলে যুদ্ধ করে, তাহলে আগামী ২৫ বছরের মধ্যে  ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব থাকবে না।’   তাঁর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইসরাইল বাঘ, খরগোশ নয়। যদি আপনি আমাদের হুমকি দেন, তাহলে নিজেরাই বিপদে পড়বেন।’ কাজাখস্তানে সফরকালে ইসরাইলের প্রধানমন্ত্রী তেহরানের উ্দেশে এই বার্তা দেন।