English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০১:০৭

দক্ষিণ চীন সাগরের চীনের ভারি অস্ত্র মোতায়েন

অনলাইন ডেস্ক
দক্ষিণ চীন সাগরের চীনের ভারি অস্ত্র মোতায়েন

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অংশে কৃত্রিম দ্বীপ তৈরির পর সেখানে ভারি অস্ত্র মোতায়েন করেছে চীন। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখা গেছে কৃত্রিম দ্বীপের চারটি ভিন্ন অংশে ভারি অস্ত্র স্থাপন করেছে দেশটি।

সিএনএন তার প্রতিবেদনে জানায়, চীনের এই অস্ত্র স্থাপনার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে নিরাপত্তাহীন এক পরিস্থিতি সৃষ্টি হবে। সেই সঙ্গে হুমকির মুখে পড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের অমীমাংসিত বেশ কিছু বিষয়। ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে যেই অবস্থার সৃষ্টি করেছে, তাতে এ সম্ভাবনা আরো বেড়ে যাবে বলে মত দিয়েছে বিশেষজ্ঞরা।

এশিয়া মেরিটাইম টেরেন্সপারেসি ইনিশিয়েটিভ (এএমটিআই) এই স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় দ্বীপটির চারদিকে তাক করা চারটি বিমান ধ্বংসকারী অস্ত্র এবং তার পাশাপাশি আরো বেশ কিছু অস্ত্র এখানে এনে রেখেছে। তিনটি কৃত্রিম দ্বীপে এরই মধ্যে যুদ্ধ বিমান অবতরণ ও উড্ডয়নের জন্য রানওয়ে তৈরি করেছে চীন।

এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কোন আইন অমান্য না করে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। এগুলো নিজ দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই করা হয়েছে। অন্যদের আক্রমণের কোন ইচ্ছা চীনের নেই।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, আমাদের দরজায় এসে কেউ আক্রমণের কথা ভাবলে আমরা নিশ্চয়ই তার উপযুক্ত জবাব দেব।সূত্রঃ সিএনএন।