English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১১:৫৬

শপথ নিলেন জাতিসংঘের নতুন মহাসচিব গুয়েতেরেজ

অনলাইন ডেস্ক
শপথ নিলেন জাতিসংঘের নতুন মহাসচিব গুয়েতেরেজ

জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে শপথ নিলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুয়েতেরেজ। সোমবার জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে তিনি এই শপথ গ্রহণ করান। আগামী ১ জানুয়ারি থেকে ৬৭ বছর বয়সী গুয়েতেরেজ বর্তমান মহাসচিব বান কি মুনের স্থলাভিষিক্ত হবেন।  

১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত গুয়েতেরেজ পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।   জাতিসংঘ মহাসচিবের দায়িত্বের আওতায় গুয়েতেরেজ ব্যক্তিগতভাবে সংঘাত সমাধানে নিয়োজিত হতে প্রস্তুত বলে জানিয়েছেন। ১২ জন প্রার্থীকে পেছনে ফেলে গত অক্টোবর মাসে জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত হন। এই ১২ প্রার্থীর ৭ জনই ছিলেন নারী। জাতিসংঘে প্রথম নারী মহাসচিব হওয়ার জোর গুঞ্জনের মধ্যেও শেষ পর্যন্ত গুয়েতেরেজই নির্বাচিত হন।খবরঃরয়টার্সের