English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৬ ১১:১২

আইএসআই প্রধানকে সরিয়ে দিলেন পাক নতুন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
আইএসআই প্রধানকে সরিয়ে দিলেন পাক নতুন সেনাপ্রধান

পাকিস্তানে সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানকে সরিয়ে নতুন একজনকে নিয়োগ দিয়েছেন নতুন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। 

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, রোববার আকস্মিকভাবে আইএসআইয়ের প্রধানকে সরিয়ে দেয়া হয়। কেবল আইএসআই প্রধান নয়, নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও রদবদল করেছেন জেনারেল বাজওয়া।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, আইএসআইয়ের প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল নাভেদ মুক্তার। রিজওয়ান আখতারকে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির (এনডিইউ) প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।