English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ০১:২৩

টাইমস ম্যাগাজিন ‘পারসন অব দ্য ইয়ার’ ট্রাম্প

অনলাইন ডেস্ক
টাইমস ম্যাগাজিন ‘পারসন অব দ্য ইয়ার’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ২০১৬ সালের 'পারসন অব দ্য ইয়ার' ঘোষণা করেছে টাইমস ম্যাগাজিন। 

বিবিসি জানায়, গত ৮ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে অপ্রত্যাশিত জয়ের জন্য ট্রাম্পকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। 

এদিকে ঘোষণার পর এনবিসিকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারের এটাকে বড় সম্মান বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। তার কাছে এর অনেক অর্থ আছে বলেও জানান। 

এ বছর 'পারসন অব দ্য ইয়ার' -এর সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও ট্রাম্পর 'বন্ধু' হিসেবে আন্তর্জাতিক মহলে পরিচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।