English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ২২:১১

৪৭ আরোহী নিয়ে পাকিস্তানি বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক
৪৭ আরোহী নিয়ে পাকিস্তানি বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ৪৭ জনের বেশি আরোহী নিয়ে পিকে-৬৬১ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে চিত্রল থেকে উড্ডয়ন করে ভেঙে পড়ে।

বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ৪৭ জন আরোহী ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে।

এরআগে স্থানীয় সময়ে বিকেল সাড়ে তিনটে নাগাদ বিমানটি চিত্রাল থেকে উড্ডয়ন করে। বিকেল ৪.৪০ মিনিট নাগাদ ইসলামাবাদ পৌঁছনোর কথা ছিল PK-৬৬১ নম্বরের বিমানটির। কিন্তু, মাঝপথেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক সরকারি কর্মকর্তা তাজ মোহাম্মদ খান জানিয়েছেন, বিমানটি যে অঞ্চলে ভেঙে পড়েছে, সেটি পাহাড়ি এলাকা। বিমানটি টুকরো টুকরো হয়ে অনেক দূরে দূরে ছড়িয়ে পড়েছে।সবকটি দেহই এমনভাবে ঝলসে গেছে যে, চিহ্নিত করাই অসম্ভব হয়ে পড়েছে।