English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১৭:৩৮

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৭

নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৭

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দায় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৩ মিনিটে আঘাত হানা ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে শত শত বাড়িঘর, মসজিদ, দোকানপাট ভেঙে গুড়িয়ে গেছে।   মার্কিন জিওলোজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, বান্দা আচের উত্তর-পূর্ব উপকূলে ভূপৃষ্ঠ থেকে ১৭ কিঃমিঃ নীচে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

এদিকে আচের প্রদেশে একটি টিভি সাক্ষাতকারে দেশেটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল তাতাং সুলাইমান বলেছেন, নিহতের সংখ্যা ৯৭ জন। বহু মানুষ ধ্বংসাবশেষের নীচে আটকে রয়েছে।

ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবিলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে পাঁচটি 'আফটারশকে' কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ওই অঞ্চল। জানা গেছে, ভূমিকম্পে পিডি জেলার বিদ্যুৎ সেবা পুরোপুরি বিপর্যস্ত হয়ে গেছে। ভেঙে গেছে রাস্তা, বাড়ি এবং অনেক মসজিদ।

এখনো সুনামি সতর্কতা জারি না করা হলেও সিগলি ও তিজুরের  সমুদ্র তীরবর্তী ছোট শহরগুলোকে নিরাপত্তার স্বার্থে খালি করে দেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০০৪ সালের সুনামির পর এত বড় ভূ-কম্পন এটাই প্রথম ইন্দোনেশিয়ায়।