English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ১১:০৮

জয়ললিতা আর নেই, রাজ্যে শোক

অনলাইন ডেস্ক
জয়ললিতা আর নেই, রাজ্যে শোক

নিউজ ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও সবার কাছে ‘আম্মা’ বলে পরিচিত জয়ললিতা মারা গেছেন। সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা বয়স হয়েছিল ৬৮ বছর।

জয়ললিতার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব পি রামা মোহনা রাও এক প্রজ্ঞাপনে সাত দিনের এই শোক ঘোষণা করেন।সূত্র: পিটিআই। 

প্রজ্ঞাপনে বলা হয়, মঙ্গলবার থেকে রাজ্যে সাত দিনের শোক পালন শুরু হবে। শোক চলাকালে রাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া তামিলনাড়ুর সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।

তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজ্যে শোক নেমে এসেছে।  জয়ললিতার মৃত্যুর পর তাঁর দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) নতুন নেতা নির্বাচিত করেছে পনিরসেলভামকে। গত রাতেই তিনি শপথ নিয়েছেন। 

প্রথম জীবনে নৃত্যশিল্পী ছিলেন জয়ললিতা। এরপর জনপ্রিয়  অভিনেত্রী থেকে জননেত্রী হয়ে ওঠেন তিনি।এদিকে জয়ললিতার মৃত‌্যুর পর কার্যত থমকে গেছে চেন্নাই শহর।