English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ০২:১৩

আরেক আয়লানকে দেখল বিশ্ব

অনলাইন ডেস্ক
আরেক আয়লানকে দেখল বিশ্ব

ঢাকা: গত বছরের ৫ সেপ্টেম্বর সিরিয়ার উদ্বাস্তু আব্দুল্লাহ কুর্দির তিন বছরের শিশু সন্তান আয়লান কুর্দির মৃতদেহ উদ্ধার করা হয় তুরস্কের কাছাকাছি এক সমুদ্রতট থেকে। লাল টি শার্ট আর নীল প্যান্টে সমুদ্রের তীরে মুখ থুবড়ে পড়ে থাকা আয়লান সবার মনকেই নাড়া দিয়ে যায় এক নিমেষে। ওই ছবি বিশ্বজুড়ে তোলপাড় তুলেছিল। 

রোহিঙ্গাদের গণমাধ্যম রোহিঙ্গাভিশনে এবার আরেক আয়লানের ছবি দেখল বিশ্ববাসী। তাদের প্রচার করা ছবিতে মিয়ানমার সীমান্তে এক রোহিঙ্গা শিশুর মরদেহ মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায় কাদামাটির মধ্যে। যেন ঠিক আয়লানের মতই। নিমেষে সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। উঠে আলোচনা-সমালোচনার ঝড়।

তবে, স্বতন্ত্রভাবে ছবিটির সত্যতা প্রমাণ করা যায়নি বলে ঘটনাটি নিয়ে প্রশ্নও আছে অনেকের।

রোহিঙ্গাভিশনের দাবি, মিয়ানমার সীমান্তে বার্মিজ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সীমান্ত পার হতে চাওয়া রোহিঙ্গাদের নৌকায় গুলি ছোঁড়ে। তাদের ছোঁড়া গুলিতে নিহত হয় বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশু। তাদেরই একজন এই শিশুটি। মিয়ামারের মংডু থেকে নৌকায় করে পরিবারসহ রওনা দিয়েছিল তারা।

ওই ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে বাংলাদেশে খবর পাওয়া গেছে। আরো অন্তত ২ নৌকা মানুষ নিখোঁজ রয়েছে।