English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৬ ১৩:৫০

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

অনলাইন ডেস্ক
ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

সাংবিধানিক সংস্কার প্রশ্নে গণভোটে হেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। রোববার রাতে নির্বাচনের ফলাফল গ্রহণ করে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।সোমবারই মন্ত্রীসভার বৈঠকের পর প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

ইতালির সংসদে সিনেটরদের ক্ষমতা হ্রাস এবং আকার ছোট করার লক্ষ্যে গণভোটের ডাক দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি।

তার মতে, এই সাংবিধানিক সংস্কার দেশটির আইন প্রণয়নের প্রক্রিয়ায় গতি ফিরিয়ে আনতে সহায়ক হবে।

যদিও দেশটির সবগুলো বিরোধী রাজনৈতিক দল এর বিপক্ষে ছিল। তাদের মতে এর ফলে প্রধানমন্ত্রীর হাতে অনেক বেশী ক্ষমতা কেন্দ্রীভূত হবে।

গণভোটের আগে প্রধানমন্ত্রী আত্মবিশ্বাসী হয়ে ঘোষণা দিয়েছিলেন, ভোটে হেরে গেলে তিনি পদত্যাগ করবেন। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারায় রাতেই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এই গণভোটে অংশ নিয়েছে ইতালির প্রায় ৬০ শতাংশ ভোটার।  সংস্কারের পক্ষে 'হ্যাঁ' ভোট ৪২ থেকে ৪৬ শতাংশ হতে পারে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই।

ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের জন্যে এই ভোটের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।