English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৬ ১১:০৭

আবার এগিয়ে ট্রাম্প

অনলাইন ডেস্ক
আবার এগিয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ফল আসতে শুরু করেছে। শুরুতে নির্বাচনী জরিপের পুরোপুরি উল্টো চিত্র দেখা যাচ্ছিল ফলাফলে। এরপর আস্তে আস্তে চিত্র বদলাতে থাকে। একের পর এক হিলারির জয়ের খবর আসতে থাকে। কিন্তু এই মুহূর্তে আবারও এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি পেয়েছেন ২০৯ ভোট, আর ডোনাল্ট ট্রাম্প পেয়েছেন ২২৮ ভোট।  জয়ের জন্য দরকার ২৭০ ভোট। খবর সিএনএনের। ট্রাম্প জিতেছেন সাউথ ক্যারোলাইনা ৯ ভোট, আলাবামা ৯, টেনিসি ১১, মিসিসিপি ৬, ওকলাহোমা ৭, টেক্সাস ৩৮, আরকানসাস ৬, ক্যানসাস ৬, নেব্রাসকা ৫, ওয়াইওমিং ৩, নর্থ ডাকোটা ৩, ওহিও ১৮, ফ্লোরিডা (২৯), নর্থ ক্যারোলিনা (১৫)। এ  ছাড়া রিপাবলিকানদের ঘাঁটি বলে পরিচিত ওয়েস্ট ভার্জিনিয়ায় ট্রাম্প জিতেছেন। নিউইয়র্কে ২৯ ইলেকট্রোরাল ভোট পেয়ে জিতলেন হিলারি। হিলারি আরো জিতেছেন ইলিনয় ১১, ম্যাচাচুসেটস ১১, রোডস আইল্যান্ড, ৪, নিউ জার্সি ১৪, ম্যারিল্যান্ড ১০, ডেলাওয়ার ৩, ওয়াশংটন ডিসি ৩, ক্যালিফোর্নিয়া ৫৫। আর গুরুত্বপূর্ণ ফ্লোরিডা, সাউথ ডাকাডো এবং নর্থ ক্যারোলিনায় ট্রাম্প এগিয়ে রয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ভোট পেতে হবে। মোট ইলেকটোরাল ভোট রয়েছে ৫৩৮টি। হিলারি জানিয়েছেন, ভোটের ফল যা-ই হোক তিনি তা মেনে নেবেন। ভোটারদের ধন্যবাদ জানান তিনি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা থেকে ভোট নেয়া হয় দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়েছে, ৫৮তম এই নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ১০টা নাগাদ জানা যাবে কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।