English Version
আপডেট : ৯ নভেম্বর, ২০১৬ ১০:৪৯

মোদী তুলে নিচ্ছেন ৫০০ ও ১০০০ টাকার পুরাতন নোট

অনলাইন ডেস্ক
মোদী তুলে নিচ্ছেন ৫০০ ও ১০০০ টাকার পুরাতন নোট

ভারতে ৫০০ ও এক হাজার টাকার পুরনো নোট তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মধ্যরাত থেকেই বন্ধ হচ্ছে এই পুরোনো নোটগুলো।

মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ঘোষণায় একথা জানান মোদী। তিনি জানান, জালনোট তৈরি, কালো টাকা, দুর্নীতি সবকিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, ৩০ ডিসেম্বরের মধ্যে নোটগুলো নিকটস্থ পোস্ট অফিস থেকে ভাঙিয়ে নেয়া যাবে। তিনি বলেন, ‘আপনার টাকা আপনারই থাকবে। আপনি কিছুই যেন না হারান সেটা দেখবে সরকার। টাইমস অফ ইন্ডিয়া।