English Version
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৬ ১১:২৯

ইতালিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

অনলাইন ডেস্ক
ইতালিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

ইতালির মধ্যাঞ্চলে দুবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রার প্রথম ভূমিকম্প হয়। এর প্রায় দুই ঘণ্টা পর একই এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প হয়। এতে ঐ এলাকায় ১ জন নিহত হয়েছে। 

জানা গেছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইতালির কেন্দ্রীয় শহর পেরুজিয়া থেকে ৬৪ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পর ফলে দেশটির রাজধানী রোমও কেঁপে উঠেছিল। এতে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। লোকজন রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। এই দুই ভূমিকম্পে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ভূগর্ভের ছয় মাইল গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়নি বলে অনুমান করা হচ্ছে। 

এর আগে গত ২৪ আগস্ট দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে ২৯৮ জন নিহত হয়েছিল।