English Version
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২১

কানাডার প্রধানমন্ত্রীর দারুণ ঈদ-শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
কানাডার প্রধানমন্ত্রীর দারুণ ঈদ-শুভেচ্ছা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুদিউ নানা দিক দিয়েই ব্যতিক্রম। সবাইকে নিয়ে শান্তি আর সম্প্রীতির পরিবেশ সৃষ্টিতে তিনি সবসময়ই আগ্রহী। এবারের ঈদুল আজহা উপলক্ষে তিনি যে বাণী দিয়েছেন, সেটাতেও এটা সুন্দরভঅবে ফুটে ওঠেছে। তার বাণীটি এখানে তুলে ধরা হলো।

"আজ, কানাডা এবং বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র হজশেষের ঈদুল আজহা উদযাপনের জন্য সমবেত হবে।

"ঈদুল আজহা ইবাদত, ক্ষমা আর উদযাপনের একটি সুযোগ। বন্ধু আর স্বজনেরা একত্রিত হবে সকালের নামাজ পড়তে, উৎসবের খাবার একসাথে খেতে, শুভেচ্ছা আর উপহার বিনিময় করতে, কোরবানির শিক্ষা প্রতিফলিত করতে এবং অভাবীদের প্রতি সহানুভূতি প্রদশন করতে।

"আজকের মতো দিনগুলোতে আমরা শান্তি, সহমর্মিতা, পরিবার আর বন্ধুত্বের যেসব মূল্যবোধে সব কানাডিয়ানকে একত্রিত করেছে, সেগুলো স্মরণ করি।

"আজকের দিনে আমাদের বিকাশমান মুসলিম সম্প্রদায় প্রতিদিন এবং প্রতিনিয়ত আমাদের জাতীয় ঐতিহ্যকে সমৃদ্ধ করার বিষয়টি স্বীকৃতিও দিতে পারি। আমাদের ধর্ম, সংস্কৃতি বা দেশ কোনো বিষয় নয়, আমরা কানাডার সবচেয়ে শক্তিশালী বিষয় আমাদের বৈচিত্র্যকে স্মরণ করছি।

"আমাদের পরিবার, সোফির পক্ষ থেকে ঈদ উদযাপন এবং হজকারী কানাডা এবং সারা বিশ্বের মুসলমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। "ঈদ মোবারক।"