English Version
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪৫

টুইন-টাওয়ার ধ্বংসের ১৫ বছর

অনলাইন ডেস্ক
টুইন-টাওয়ার ধ্বংসের ১৫ বছর

একটি কালো দাগ, ইতিহাসের একটি বিভীষিকাময় দিন। যাকে বলা হয় নাইন ইলেভেন। সেই বিভীষিকাময় দিন আজ রোববার, ১১ সেপ্টেম্বর। ১৫ বছর আগে ২০০১ সালের এ দিনে নিউইয়র্কের টুইন টাওয়ারে আত্মঘাতী বিমান হামলা চালায় আল কায়েদা। মুহুর্তেই ধুলো হয়ে যায় বিশ্বের অন্যতম ব্যবসা কেন্দ্র যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইনটাওয়ার। এ ঘটনায় নিহত হন প্রায় তিন হাজার মানুষ। এরপর থেকে বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়।

নিউইয়র্কের স্থানীয় সময় তখন সকাল পৌনে নয়টা। সেদিন চারটি মার্কিন যাত্রীবাহী বিমান ছিনতাই করে টুইন টাওয়ারে হামলা চালায় আল কায়েদা। মার্কিন এয়ারলাইন্সের ছিনতাই করা আরেকটি বিমান নিয়ে হামলা চালানো হয় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে। আর যাত্রীদের বাধায় নির্ধারিত স্থানে হামলা চালাতে ব্যর্থ হয়ে পেনসিলভেনিয়ার আকাশে বিধ্বস্ত হয় চতুর্থ বিমানটি।

নাইন ইলেভেনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের গর্বের প্রতীক ছিল এই টুইন টাওয়ার। এখন সেখানে গেলে দেখা যায়, গভীর এক নিঃসীম শূন্যতা কেবল সেই দিনটিকে স্মরণ করিয়ে দিতে চাইছে। অঝোর জলধারা দুই স্থানকে (মেমোরিয়াল নর্থ পুল ও মেমোরিয়াল সাউথ পুল) অবিরাম সিক্ত করেই যাচ্ছে। এই নিরবধি জলধারা হলো নব্বইয়ের অধিক দেশের ২ হাজার ৯৭৭ জন নিহত মানুষের আত্মীয়পরিজন ও বিশ্ব বিবেকের অবিরাম বুকভাঙা কান্না, সীমাহীন বেদনা ও চোখের জলের প্রতীক। এই দুই স্মারক পুলবেষ্টিত চার দেয়ালে মুদ্রিত আছে নিখোঁজ ও নিহত সব মানুষের নাম।