English Version
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৩

ভাড়াটিয়াকে নির্যাতন দায়ে নিউইয়র্কে বাড়িওয়ালা আটক

অনলাইন ডেস্ক
ভাড়াটিয়াকে নির্যাতন দায়ে নিউইয়র্কে
বাড়িওয়ালা আটক

নিউইয়র্কের ব্রকলিনে আজাদ নামে এক বাড়ির মালিককে গ্রেফতার করেছে নিউইর্য়ক পুলিশ ।  ঐ বাড়ির ভাড়াটিয়া আজাদের অভিযোগে শনিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ বাড়ির মালিক আব্দুৃল কাদের মিয়াকে গ্রেফতার করে ।

অভিযোগে বলা হয়, বাড়ির মালিক আব্দুল কাদের দীর্ঘদিন ধরে তার বাড়ির ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরন করে আসছিলো । তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন অভিযোগ আছে বলে জানিয়েছে স্থানীয় বাংলা কমিউনিটির লোকজন ।

আব্দুৃল কাদের মিয়ার বাড়ি বাংলাদেশের সন্দীপে। অপরদিকে ওই বাড়ির ভাড়াটিয়া আজাদের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায় । আব্দুল কাদের মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে ।

সে বিভিন্ন সময় তার বাড়িতে ভাড়া থাকা ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরন,গালিগালাজসহ বিভিন্ন ভাবে হেনস্তা করতো বলে জানায় ঐ বাড়িতে ভাড়া থাকা একাধিক ব্যক্তি । চরিত্রগত দিক থেকেও তার লোলুপদৃষ্টিতে পড়েছে অনেক ভাড়াটিয়া ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাংলাদেশী জানান, এর আগে আব্দুল কাদের মিয়া বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। যা বাংলা কমিউনিটির অনেকেই জানেন । আমরা চাই এই দুশ্চরিত্র ব্যক্তির কঠিন শাস্তি হোক ।

পুলিশের কাছে অভিযোগকারী আজাদের সাথে কথা বললে তিনি জানান, আমি তার বাসায় ভাড়া থাকতাম । মানুষ এত খারাপ হতে পারে  তা আমার জানা ছিল না। আমি পুলিশের কাছে অভিযোগ দিয়েছি আমি ওই বাড়িওয়ালার কঠিন শাস্তি চাই । তার অপকর্মে নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ।

তারা জানান এক আব্দুর কাদেরের জন্য আমাদের মাথা নিচু হয়ে গেছে । পুলিশ ওকে গ্রেফতার করেছে । আমরা আব্দুল কাদেরের কঠিন শাস্তি চাই। যাতে করে ভবিষ্যতে এই ধরনের হীন কর্মকান্ড করার দু:সাহস কেউ দেখাতে না পারে ।