English Version
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১৫

সিরিয়া নিয়ে দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র`র চুক্তি

অনলাইন ডেস্ক
সিরিয়া নিয়ে দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র`র চুক্তি

দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র বড় ধরনের চুক্তিতে পৌঁছেছে। সিরিয়া গৃহযুদ্ধের পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর এবারই প্রথম এমন কোনো চুক্তি হরলো দুটি দেশ। 

এ চুক্তি কার্যকর হবে সোমবার সূর্যাস্তের পর থেকে। সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে এ দিন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

চুক্তি অনুযায়ী, বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে সামরিক হামলা চালাতে পারবে না সরকারি বাহিনী। সিরিয়ায় তথাকথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সিরীয় শাখা আল-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ চালাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথভবে তাদের কেন্দ্র গঠন করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্য বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়েছে। জেনেভায় জন কেরি বলেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিরিয়া সরকার ও বিরোধীপক্ষ উভয়কেই আইন মেনে চলতে হবে।

লাভরভ বলেছেন, তিনি সিরীয় সরকারকে চুক্তির বিষয়টি অবহিত করেছেন এবং তারা শর্ত মানতে রাজি হয়েছে। এ চুক্তির আওতায় মানবিক সহায়তার বিষয়টিও উল্লেখ রয়েছে।

কেরি বলেছেন, এ চুক্তির ফলে অবরুদ্ধ সব এলাকায় এবং দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব হবে। আলেপ্পোও এ শর্তের আওতায় রয়েছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার সাত দিন পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইএস এবং নুসরা ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধের জন্য যৌথভাবে মিশন চালু করবে।

আর এ মিশনের কাজ হবে সিরিয়ার সংস্কারপন্থি বিরোধীদের মধ্য থেকে সন্ত্রাসীদের খুঁজে বের করা। রাশিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া মনে করছে, এ চুক্তির ফলে সিরিয়ায় রাজনৈতিক ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর সম্ভব হবে।