English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:০৪

তুরস্কের সীমান্ত নিরাপদ, কোন আইএস নেই

অনলাইন ডেস্ক
তুরস্কের  সীমান্ত নিরাপদ, কোন আইএস নেই

সিরিয়ায় তুরস্কের সীমান্তবর্তী অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ফলে বিশ্বের নানা স্থান থেকে আইএসের জঙ্গি ও অস্ত্র সংগ্রহের পথ বন্ধ এমনটিই দাবি করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। বিনালি ইলদিরিম রবিবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে আইএসের বিরুদ্ধে আঙ্কারা সমর্থিত সিরীয় বিদ্রোহী ও তুরস্কের সেনাদের এ সফলতার ঘোষণা দেন।

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আজাজ থেকে জারাব্লুস, সিরিয়ার সাথে আমাদের ৯১ কিলোমিটার সীমান্ত এখন পুরোপুরি নিরাপদ। সকল জঙ্গি সংগঠনকে হটিয়ে দেয়া হয়েছে।’  ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানায়, তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার ওই অংশটি জঙ্গিগোষ্ঠী আইএসেরই নিয়ন্ত্রণে ছিল। তাদের মতে, তুরস্ক সীমান্তবর্তী শেষ দুটি গ্রামের নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস।

পর্যবেক্ষক সংস্থাটির মুখপাত্র রামি আবদুল রাহমান ইলদিরিমের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, সীমান্তে দুটি গ্রামের সাত থেকে আট কিলোমিটারের পুরো এলাকা থেকে তাদের হটিয়ে দিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি। সীমান্তে এখন আর আইএসের কোনো উপস্থিতি নেই।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা সিরিয়ায় আইএসে যোগ দিতে গিয়েছিল, তাদের অধিকাংশই তুরস্ক হয়ে সীমান্ত পাড়ি দেয়ার তথ্যই পাওয়া যায়। তুরস্ক সীমান্ত থেকে জঙ্গিগোষ্ঠীটিকে হটিয়ে দেয়ার ফলে এখন তাও বন্ধ হয়ে গেল বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যম। খবর- বিবিসি