English Version
আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৬ ১১:৩৬

ফিলিপাইনের মার্কেটে বোমা হামলায় নিহত ১৪

অনলাইন ডেস্ক
ফিলিপাইনের মার্কেটে বোমা হামলায় নিহত ১৪

ফিলিপাইনের দাভাওয়ে শহরের একটি মার্কেটে বোমা হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শুক্রবারের (২ সেপ্টেম্বর) ওই হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের শহর দাভাওয়ের দাভাওয়ের মার্কো পোলো হোটেলের বাইরে ওই বোমা হামলায় আহতদের মধ্যে প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আরো জানানো হয়েছে, হামলার পরই পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিপাইনের পুলিশ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন দেশটির পুলিশের বোমা বিশেষজ্ঞ ও তদন্তকারী দলের সদস্যরা।

অন্যদিকে হামলা পরবর্তী সব ধরনের নাশকতা ঠেকাতে দেশটির রাজধানী শহর ম্যানিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

হামলার পর দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে ফিলিপাইনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সেনা মোতায়েনের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দুতের্তে। এক বিবৃতিতে তিনি বলেন, এই সেনারা তল্লশি চৌকিতে পুলিশের সঙ্গে কাজ করবে।

মার্কেটে হামলার দায় স্বীকার করেছে আবু সায়াফ নামের জঙ্গি গোষ্ঠী। তবে মাদক পাচারকারীচক্র এ হামলার নেপথ্যে থাকতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন রদ্রিগো দুতের্তে।