English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১৫:৩৯

সন্ত্রাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র-ভারতের শক্তি জোরদার

অনলাইন ডেস্ক
সন্ত্রাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র-ভারতের শক্তি জোরদার

যুক্তরাষ্ট্র ও ভারত মঙ্গলবার (৩০ আগস্ট) ঘোষণা করেছে যে সন্ত্রাসবাদ মোকাবিলায় তারা পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালি করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ নতুন দিল্লিতে সংবাদ দাতাদের বলেন দুটি গণতান্ত্রিক রাষ্ট্র গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং বিশেষত নির্দিষ্ট কিংবা সন্দেহভাজন সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য বিনিময় সংক্রান্ত চুক্তিকে দ্রুত বাস্তবায়নের কাজটি জোরালো করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরির বলেছেন সাইবার অপরাধ কমানোর লক্ষে দুটি সরকার একটি যৌথ সাইবার অবকাঠামো গঠনের ব্যাপারেও সহমত হয়েছে।

সামগ্রিক ভাবে ভারত ও যুক্তরাষ্ট্রের মন্ত্রী ও কর্মকর্তারা তাৎপর্যপূর্ণ ভাবে সুবিস্তৃত কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক গঠনের দিকে চেয়ে আছেন । পররাষ্ট্র মন্ত্রী কেরি বলছেন পারস্পরিক সম্পর্ক গঠনের জন্য এর চেয়ে উপযুক্ত মূহুর্ত আর কীই বা হতে পারে।