English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৬ ১১:১৬

ভূমিকম্পে ভবন ভাঙ্গার তদন্ত করবে ইতালি

অনলাইন ডেস্ক
ভূমিকম্পে ভবন ভাঙ্গার তদন্ত করবে ইতালি

ইটালিতে গত বুধবার শক্তিশালী ভূমিকম্পের পর যেসব ভবন ভেঙ্গে পড়েছে, তার উপর নজর দেওয়ার জন্য কর্মকর্তারা তদন্ত শুরু করেছন।

ভূমিকম্পে দেশের পাহাড়ি অঞ্চলে ৪টি শহর মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি মধ্যাঞ্চলের কৃষি এলাকাও বিপর্যস্ত হয়।

আঞ্চলিক অভিশংসকরা বলেছেন, তারা শুধু নব নির্মিত যে ভবনগুলো ভূমিকম্পে ধ্বসে পড়ে তা খতিয়ে দেখবেননা। তারা বেসরকারি ভবনের মালিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন কারণ অত্যন্ত পুরানো বাড়িগুলোর ক্ষেত্রে যে নিয়ম বিধি এবং ভূমিকম্পে টিকে থাকার নিয়ম কানুন রয়েছে মালিকরা হয়ত তা লঙ্ঘন করেছেন।

গার্ডিয়ান পত্রিরিকাকে রীটি প্রদেশের প্রধান অভিশংসক, জিইউসপী সাইভা (Giuseppe Saieva) বলেছেন আমাদের দায়িত্ব শুধু যাচাই করা নয়, কিন্তু এটাও প্রতিপন্ন করা কোন ব্যক্তি দায়ি কিনা।

ভূমিকম্পে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারিয়েছে। শনিবার সে দেশে জাতীয় শোক দিবস পালন করা হয়।